Monday, May 31, 2021

 Swasthya Sathi Prakalpa Apply Online

পশ্চিমবঙ্গ রাজ্যে Swasthya Sathi প্রকল্পে কর্মি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। এই প্রকল্পে পার্থিরা অনলাইনের মধ্যমে আবেদন করেতে পারবে। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পার্থীরা আবেদন করতে পারবে। নিচে আমরা বিস্তারিত যেনে নিবো - কিভাবে এবং কি কি শিক্ষগত যগ্যেতা প্রয়োজন।

Swasthya Sathi Prakalpa Recruitment-2021


পদের নাম ঃ ডিসটিক কো-অর্ডিনেটর - IT
বয়স ঃ ০১/০১/২০২১ এ পার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
বেতন ঃ ২৮৬৬২ টাকা

শিক্ষাগত যোগ্যতা ঃ কম্পিউটার সাইন্স/ PGDCA/MCA/MSC (IT) নিয়ে স্নাতকোত্ত্র । বিজনেস ম্যানেজমেন্ট/ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ডিপ্লোমা/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

আবেদন পদ্ধতি ঃ এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। হুগলি জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সাইটের নাম হল ঃ www.hooghly.nic.in। আবেদনের শেষ তারিখ ১৫/০৬/২০২১ বিকেল ৫টা পযন্ত।

নির্বাচন পদ্ধতি ঃ লিখিত পরিক্ষা ঃ ৭০, কম্পিউটার টেস্ট ঃ ২৫ এবং ইন্টারভিউ ঃ ৫ নম্বরের উপর ভিত্তি করে পার্থী নির্বাচিত করা হবে এবং সমস্ত প্রশ্ন MCQ টাইপ হবে। 

Admit Card : পার্থীদের Admit Card www.hooghly.nic.in এই সাইটে পাওয়া যাবে।

Swasthya Sathi Prakalpa
Swasthya Sathi Prakalpa



No comments:

Post a Comment