Type Here to Get Search Results !

100+ RRB NTPC exam important General knowledge in bengali

2

100+  RRB NTPC exam important General knowledge in bengali


🔮আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি 

100+  RRB NTPC exam important General science in bengali,কারণ বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,PTET,CTET,CHSL,RRB,Food Si,PSC Clerkship,SSC,Bank প্রভৃতি পরীক্ষায় General science   থেকে প্রচুর প্রশ্ন আসে |আসা করি আপনার প্রস্তুতিতে সাহায্য করবে।






১. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।

২. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।

৩. মধ্যপ্রাচ্যের কোন
দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।

৪. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।

৫. হিলারি ক্লিনটন আমেরিকার কোন
নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।

৬. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ৩০টি।

৭. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।

৮. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের
সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।

৯. আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত
বেশি বলে।
১০. রংধনু সৃষ্টির বেলায় জলের কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।

১১. জল ঢেলে কেরোসিনের আগুন
নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন জলের চেয়ে হালকা বলে।

১২. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
হয়।

১৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।

১৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর
অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।

১৫. রবীন্দ্রনাথের কোন
উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।
১৬. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।

১৭. বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।

১৮. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
১৯. ইরান প্রথম পারমাণবিক
কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।

২০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল
প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।

২১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।

২২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।

২৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।

২৪. জাতিসংঘের বাইরে কোন
শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।

২৫. কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।

২৬.মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।

২৭. মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।

২৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

উ. ক্যান্সার।

২৯. কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।

৩০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।

৩১.বিশ্বের সবচেয়ে উত্তরের শহর কোনটি?

উ. হ্যামারফাস্ট (নরওয়ে)

৩২.পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ- উত্তরঃ ইন্দোনেশিয়া। ৩৩.রেডক্রস গঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৪৬ সালে।

৩৪.হামাস কোন দেশের গেরিলা সংগঠন?

উত্তরঃ ফিলিস্তিন।

৩৫ সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় বেশি? উত্তরঃ মালদ্বীপের।

৩৬.লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তরঃ মঙ্গল গ্রহকে।

৩৭.ইউরোপের প্লে গ্রাউন্ট বলা হয় কাকে?

উত্তরঃ সুইজারল্যান্ডকে ।

৩৮.ক্রিকেট খেলার জন্মভূমি কোথায?

উত্তরঃ ইংল্যান্ড।

৩৯.বিশ্বকাপ ফুটবল শুরু হয়-

উত্তরঃ উরুগুয়ে 1930 সালে।

৪০.প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-

উত্তরঃ ১৯৮৪ সালে।

৪১.সিএনএসএ কোন দেশের মহাকাশ সংস্থা?

উত্তরঃ চীন।

৪২.মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?

উত্তরঃ উলানবাটোর।

৪৩.সিল্করোড মহাসড়ক কোথায় অবস্থিত?

উত্তরঃ চীন ও পাকিস্তানের মধ্যে।

৪৪.আল জাজিরা কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল? উত্তরঃ কাতার।

৪৫.পোল্যান্ডের পার্লামেনেটর নাম কি?

উত্তরঃ সীম।

৪৬.বিমসটেক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ৬ জুন ১৯৯৭ সালে।

৪৭.লীগ অব নেশনস বিলুপ্ত হয় কবে?

উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।

৪৮.এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ ইয়াংসিকিয়াং। ৪৯.জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ২৬ শে জুন ১৯৪৫।

৫০জাপানের পার্লামেন্টের নাম কি? উত্তরঃ ডায়েট।

৫১.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে-

উত্তরঃ পানামা খাল।

পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য ~~~~~~~~~~~

প্রশ্নঃ পৃথিবীর বয়স কত ? উত্তরঃ প্রায় ৪,৫০০ মিলিয়ন বছর।

প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তনে কত সময় লাগে ? উত্তরঃ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪১ সেকেন্ট।

প্রশ্নঃ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ? উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

প্রশ্নঃ পৃথিবীর মোট আয়তনের কত অংশ স্থলভাগ রয়েছে ? উত্তরঃ ৭০.৯ ভাগ (প্রায় ৩৬,১৪,১৯, ০০০ বর্গ কিলোমিটার)।

প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর কতটি ? উত্তরঃ ৫টি।

প্রশ্নঃ পৃথিবীতে মহাদেশ কতটি ? উত্তরঃ ৭টি।

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহসাগর কোনটি ? উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ? উত্তরঃ উত্তর মহাসাগর।

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ? উত্তরঃ এশিয়া।

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ? উত্তরঃ ওশেনিয়া।

প্রশ্নঃ পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র কতটি ? উত্তরঃ ১৯৫টি। সর্বশেষ দক্ষিণ সুদান।

প্রশ্নঃ আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ? উত্তরঃ রাশিয়া। প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ ? উত্তরঃ চীন।

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ? উত্তরঃ ভ্যাটিক্যান সিটি।

৫২. সবচেয়ে সরু দেশ কোনটি?

উত্তরঃ চিলি। (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি)

৫৩. পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি?

উত্তরঃ পুন্টা আরেনাস, চিলি।

৫৪. সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?

উত্তরঃ ইন্দোনেশিয়া (১৩,৫০০ টি)

৫৫. ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে?

উত্তরঃ প্রায় ৬,০০০ টি।

৫৬. সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি?

উত্তরঃ সুইজারল্যান্ড।

৫৭. কোন দেশ আর্ন্তজাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি?

উত্তরঃ সুইজারল্যান্ড।

৫৮. সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে?

উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২

৫৯. বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

উত্তরঃ চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%)

৬০. বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?

উত্তরঃ নাউরু (আয়তন -২১ বর্গ কিমি)

৬১. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তরঃ ভ্যাটিকান সিটি। (১০৮.৭ একর)

৬২. বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?

উত্তরঃ যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি, আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই)

৬৩. দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের?

উত্তরঃ আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কিমি)

৬৪. সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি?

উত্তরঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে।

৬৫. সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি?

উত্তরঃ চীন & Russia (১৫দেশের সাথে সীমান্ত)।

৬৬. পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি?

উত্তরঃ জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)।

৬৭.কোন দেশের তিনটি রাজধানী?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।

৬৮. দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি?

উত্তরঃ প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

৬৯. সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন?

উত্তরঃ কোপারনিকাস (১৫৪০)

৭০. সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন?

উত্তরঃ তেনজিং নরগে (১৯৫৩) ।

৭১. সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন?

উত্তরঃ জুনকো তাবেই,(জাপান) ১৯৭৫ সালে।

৭২ ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন?

উত্তরঃ ভাস্কো দা গামা।

৭৩. প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে?

উত্তরঃ ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)।

৭৪. ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন?

উত্তরঃ ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬)

৭৫ .উত্তর মেরু কে আবিস্কার করেন?

উত্তরঃ রবার্ট পিয়েরে(১৯০৯)

৭৬. দক্ষিণ মেরু আবিস্কার করেন কে?

উত্তরঃআমুন্ড সেন (১৯১২)

৭৭. আমেরিকা আবিস্কার করেন কে?

উত্তরঃ ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮)

৭৮পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন?

উত্তরঃ কলম্বাস(১৪৯২)

৭৯ কে সর্ব প্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন?

উত্তরঃ ম্যাগিলান (১৫১৯)

৮০. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন?

উত্তরঃ ম্যাগিলান

৮১ ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন?

উত্তরঃ ডেভিড লিভিংস্টোন।

৮২. গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন?

উত্তরঃ এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে)

৮৩. অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন?

উত্তরঃ উইলিয়াম জ্যাকসন (১৯০৬)

৮৪. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া । ৮৫. হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে? উত্তরঃ চীন।

৮৬. বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?

উত্তরঃ চাইনিজ মান্দারিন ভাষায়।

৮৭. ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী?

উত্তরঃ- ব্লু লাইন

৮৮. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্হিত?

উত্তরঃ-প্রশান্ত মহাসাগরে

৮৯. জাপানের সবচেয়ে বড় দ্বীপ

উত্তরঃ– হনসু

৯০. পেরুর রাজধানী কোথায়-

উত্তরঃ লিমা

৯১. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর -1872

৯২. অভিকর্ষ হলো বস্তুর উপড় – কেন্দ্রমুখী বল

৯৩. অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর পরিবর্তন ঘটেঃ

উত্তরঃ উচ্চতর ক্রিয়ায়, অক্ষাংশ ক্রিয়ায়, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়

৯৪. একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে-

উত্তরঃ অসীম

৯৫. ফটো ইলেকট্রিক কোষের উপড় আলো পড়লে কি উৎপন্ন হয়?

উত্তরঃ বিদ্যুৎ

৯৬.চাল রপ্তানিতে বিশ্বে শীর্ষে দেশ :

উত্তরঃ থাইল্যান্ড।

৯৭.চা উৎপাদনে শীর্ষ দেশ :

উত্তরঃ চীন।

৯৮.বিশ্ব বাণিজ্য রিপোর্ট(world Trade Report) প্রকাশ করে সংস্থা :

উত্তরঃ বিশ্ব বাণিজ্য সংস্থা।(WTO)

৯৯.বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ:

উত্তরঃ চীন (দ্বিতীয় জার্মানি)।

১০০.বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ:

উত্তরঃ যুক্তরাষ্ট্র

Post a Comment

2 Comments
  1. Thanks
    😍

    ReplyDelete
  2. ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 29 টি।

    ReplyDelete
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.